মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ০৮:২২ পূর্বাহ্ন
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

শৈলকুপা হাসপাতালে প্রিয়াংকা গ্রুপের অক্সিজেন ও স্বাস্থ্য সামগ্রী প্রদান

Reporter Name
Update : রবিবার, ১৮ জুলাই, ২০২১, ৬:৪৪ অপরাহ্ন

শৈলকুপা প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপা উপজেলা হাসপাতালে শৈলকুপা বাসির করোনা চিকিৎসার জন্যে প্রিয়াংকা গ্রুপ অক্সিজেন সিলিন্ডার ও স্বাস্থ্য সামগ্রী প্রদান করে। শৈলকুপার যুগনী গ্রামের কৃতি সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব  প্রিয়াংকা গ্রুপের চেয়ারম্যান সাইদুর রহমান  সজল ১০ টি অক্সিজেন সিলিন্ডার ও স্বাস্থ্য সামগ্রী প্রদান করেন। শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার কানিজ ফাতেমা লিজা এসব সামগ্রী শৈলকুপা হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা ডা: আসাদ আহমেদ আলিফ এর  নিকট হস্তান্তর করেন। এসময় শৈলকুপা মহিলা ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক মো: আকমল হোসেন, আসাফো’র ঝিনাইদহ জেলা সম্পাদক তরিকুল ইসলাম দিদার, শৈলকুপা উপজেলা আসাফো’র সাধারণ সম্পাদক নাজির উদ্দিন দুলাল ও শাহিন হোসেন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

One response to “শৈলকুপা হাসপাতালে প্রিয়াংকা গ্রুপের অক্সিজেন ও স্বাস্থ্য সামগ্রী প্রদান”

  1. আগামীতে ১০ টির জায়গায় ১০০ টির আশাবাদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host