নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জে পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে স্বামী। নিহতের নাম তানজিদা আক্তার পপি (২৫)। এ ঘটনায় ঘাতক স্বামী হীরা চৌধুরী (৩০) কে আটক ও হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরি উদ্ধার করেছে।
ঘটনাটি ঘটেছে বুধবার ভোরে সদর উপজেলার ফতুল্লার পূর্ব লামাপাড়া এলাকায়। আটক হীরা চৌধুরী ওই এলাকার ওমর চৌধুরী তুহিনের ছেলে।
নিহত গৃহবধূ তানজিদা আক্তার পপি ফতুল্লার বক্তাবলীর রাজাপুরের মৃত আলী আশরাফের মেয়ে। তাদের ঘরে তুষার (১০)ও তোয়াফ (৬) নামে দুটি পুত্র সন্তান রয়েছে।
ফতুল্লা মডেল থানা পুলিশ জানায়, বুধবার সকাল সাড়ে ছয়টার দিকে হীরা চৌধুরী স্ত্রীকে ছুরি দিয়ে জবাই করে হত্যা করে পাশের রুমে গিয়ে আত্মগোপন করে। পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘাতককে আটক করে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। ঘাতক স্বামী মাদকাসক্ত বলে জানা যায়।
নিহত গৃহবধূর মা জানায়, তেরো বৎসর পূর্বে উভয় পরিবারের পারিবারিক সম্মতিক্রমে বিয়ে হয়। বিয়ের পর থেকে শ্বশুর বাড়ির লোকজন নানা অজুহাতে বিভিন্ন সময় টাকা দাবি করে আসছিলো।