এন এস বি ডেস্ক: বিএনপিতে যোগ দিলেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান। শনিবার দুপুর ২টার দিকে রাজধানীর গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে যোগদান করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ‘গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বিএনপিতে যোগ দিচ্ছেন। ঝিনাইদহ-৪ আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করার জন্য তাকে মনোনয়ন দেয়া হচ্ছে।’এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাইউদ্দিন আহমদসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।