পার্থ রায়, মধুখালী উপজেলা প্রতিনিধি : ভিকটিম তিথি রানী বিশ্বাস (৩০),পিতা ক্ষুদিরাম বিশ্বাস, সাং নটাপাড়া, থানা বালিয়াকান্দী, জেলা রাজবাড়ী। অদ্য ০৬/০৬/২০২৩ খ্রিস্টাব্দ তারিখ মঙ্গলবার অানুমানিক দুপুর ১২:০০ ঘটিকার সময় মধুখালী উপজেলাধীন/ থানাধীন গাজনা ইউনিয়নের লাউজানা নামক স্থানে রেল লাইনের উপর ঝাপ দিয়ে আত্মহত্যা করেন উক্ত গৃহবধূ। সংবাদ পেয়ে মধুখালী থানার এস আই অজয় বালা সঙ্গীয় ফোর্স সহ ঘটানাস্থলে উপস্থিত হয়ে আইনগত কার্যক্রম পরিচালনা করেন। স্থানীয় সুত্রে জানা যায় পারিবারের উপর অভিমান করে এ ঘটনা ঘটায়।এ ব্যাপারে আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।