নববর্ষ
বিপ্লব গোস্বামী
আবার আসিলো ফিরে
বারোটি মাস ঘুরে
শুভ নববর্ষ।
বাংলার ঘরে ঘরে
হাসি আর হর্ষ।
ত্রিশা চৈত্র থাকে
অপেক্ষার রাত।
নববর্ষের নব প্রাতে
ইলিশ পান্তা ভাত।
কিশোরী যুবতী অঙ্গে
লাল পাড় শাড়ি।
লুচি সন্দেশ পায়েস
প্রতি বাড়ি বাড়ি।
হাল খাতা শুভারম্ভ
মুদির ভবন।
খদ্দেরে খদ্দেরে করে
মিষ্টি বিতরণ।
সকাল হতে শুরু হয়
বৈশাখী মেলা।
পরন্ত বিকেলে বসে
বাউল গানের পালা।