সুজন হোসেন রিফাত ,মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে গৃহবধু রুনা আক্তার হত্যা মামলার মূল পরিকল্পনাকারী সোহেল খন্দকারকে (৩৪) ৭ বছর পর গ্রেফতার করেছে র্যাব। গতকাল সোমবার রাতে রাজধানী ঢাকার শাহআলী থানাধীন উত্তর সিটি মার্কেট এর সামনে থেকে তাকে গ্রেফতার করে র্যাব-০৮ মাদারীপুর ক্যাম্পের সদস্যরা। (১৮ এপ্রিল) মঙ্গলবার দুপুরে তাকে আদালতে তোলা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গ্রেফতার সোহেল মাদারীপুর সদর উপজেলার মহিষেরচর গ্রামের মৃত রহম খন্দকারের ছেলে।
র্যাব জানায়, ২০১৩ সালে সদর উপজেলার গৃহবধু রুনা আক্তারকে হত্যা করা হয়। এই ঘটনায় পুরো জেলাজুড়ে ব্যাপক আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে পরিবারের পক্ষ থেকে এই ঘটনায় ২০১৩ সালের পহেলা মে একটি হত্যা মামলা করে। কিন্তু এই হত্যাকান্ডের মূল পরিকল্পনাকারী সোহেল, মামলা হওয়ার পর পলাতক থাকে। দীর্ঘ ৭ বছর পর তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে রাজধানী থেকে গ্রেফতার করে র্যাব। পরে সাধারণ ডায়েরিমূলে মাদারীপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়। আইনীপ্রক্রিয়া শেষে গ্রেফতার সোহেলকে আদালতে পাঠায় পুলিশ। পরে বিচারক সোহেলকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
র্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার মো. মুহতাসিম রসুল জানান, গ্রেফতার সোহেল হত্যাকান্ড করে জামিন নিয়ে দীর্ঘদিন ধরে পলাতক রয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহায়তায় রাজধানী ঢাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এমন অপরাধীদের বিরুদ্ধে র্যাবের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।