নোয়াখালী জেলা শহর মাইজদীতে শিয়াল জবাইয়ের দায়ে তাজুল ইসলাম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, তাজুল ইসলাম শিয়াল ধরে এনে জেলা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে জবাই করছে। গোপন সংবাদের ভিত্তিতে এমন তথ্য পেয়ে ওই স্থানে অভিযান চালায় বন বিভাগ ও ভ্রাম্যমাণ আদালত। ঘটনাস্থলে গিয়ে তথ্যের সত্যতা পেয়ে শিয়াল জবাইরত অবস্থায় তাজুলকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাজুলকে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৭ দিনের কারাদণ্ড দেয়া হয়।
গ্রেফতার তাজুল ইসলাম জানান, মাংস বিক্রির উদ্দেশে তিনি শিয়াল জবাই করেছিলেন।
অভিযানে সহযোগিতা করেন, জেলা বন্যপ্রাণী ও জীববৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা ইব্রাহীম খলিল, উপকূলীয় বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা এএসএম মহি উদ্দিন চৌধুরী ও সুধারাম মডেল থানা পুলিশ।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, দণ্ডপ্রাপ্ত তাজুল অর্থদণ্ডের টাকা পরিশোধ করে আগামীতে এমন কাজ করবে না মর্মে মুচলেকা প্রদান করলে তাকে ছেড়ে দেওয়া হয়। একইসঙ্গে জবাই করা শিয়ালটি জব্দ করে উপজেলা পরিষদ চত্বরে মাটিতে পুঁতে দেওয়া হয়েছে।