রাজৈর প্রতিনিধি মাদারীপুর : মাদারীপুরের রাজৈরে ছাত্রলীগের এক নেতাকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে রাজৈর থানা পুলিশের তহলরত একটি দল, গতকাল রাতে উপজেলা ইশিবপুরের লুন্দি মোড় এলাকা থেকে ধৃত পিয়াস আকন(২৮)কে সন্দেহ হলে তার সাথে থাকা মোটরসাইকেলের ভিতর থেকে চাইনিজ কুড়াল, ছেন দা, চাকু ও হাতুড়ি উদ্ধার করা হয়।
রাজৈর থানার এসআই মো তানভীর আহম্মেদ জানান, পিয়াস আকনকে গতকাল ভোর রাত চার সময় সন্দেহ হলে আটক করা হয়, পরে তার কাছে এ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
এব্যাপারে রাজৈর থানায় একটি অবৈধ অস্ত্র রাখার দায়ে নিয়মিত মামলা হয়েছে। পরে তাকে মাদারীপুরে জেল হাজতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত পিয়াস মাদারীপুর সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এজাজুর রহমান আকনের ছেলে ও মাদারীপুর সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, তার বাড়ি সদর উপজেলার কালিকাপুরে।