কাওসার আলম মিঠু, স্টাফ রিপোর্টার: রাজধানীর হাতিরঝিলে এক তরুণী (২৫) ‘আত্মহত্যার চেষ্টা’ করেছেন। তাকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের একটি দল।শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ্কএন এস বিকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মেয়েটি হাতিরঝিলে একটি সেতুর ওপর থেকে আত্মহত্যার চেষ্টা করলে পুলিশকে খবর দেন স্থানীয়রা। এরপর পুলিশ ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে ওই তরুণীকে সেতু থেকে উদ্ধার করে। পরে তাকে হাতিরঝিল থানায় আনা হয়েছে।
ওসি আরও বলেন, ওই তরুণী প্রেমঘটিত কারণে আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে ধারণা করা হচ্ছে। বিস্তারিত জেনে পরবর্তী ব্যবস্থা নেয়ার কথা জানায় পুলিশ।