বাংলাদেশ পুলিশের দুই কর্মকর্তাকে গ্রেড-১ পদে পদোন্নতি দেয়া হয়েছে। এছাড়া চারজন কর্মকর্তাকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দেয়া হয়েছে।
ঙ্গলবার (২৪ জানুয়ারি) এ সংক্রান্ত একটি চিঠি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্র জানায়, পুলিশ সদর দফতরে প্রশাসনের চলতি দায়িত্বে থাকা কামরুল আহসান ও এসবির মনিরুল ইসলামকে অতিরিক্ত আইজিপি গ্রেড-১ হিসেবে পদোন্নতি দেয়া হয়েছে।