গলব্লাডার অপারেশন হয়েছিল ভদ্রমহিলার। অপারেশন থিয়েটারের মধ্যেই জ্ঞান ফেরে। অর্ধ অচেতন অবস্থায় তিনি বুঝতে পারেন যে তাঁর গোপনাঙ্গে কেউ হাত দিয়েছে। প্রতিবাদ করার শক্তি তাঁর ছিলো না। জ্ঞান ফেরার পর তিনি ফুলবগান থানায় লিখিত অভিযোগ করেন। গোপনাঙ্গে যে নখের দাগ আছে তাও পুলিশকে জানান তিনি। অভিনব এই অভিযোগ পেয়ে পুলিশ তটস্থ হয়। হাসপাতালে তদন্ত শুরু করেছে তারা। সেই দিন অপারেশন থিয়েটার এ কারা কর্তব্যরত ছিল তার তালিকা পরীক্ষা করা হচ্ছে। তলব করা হয়েছে ওই দিনের সিসিটিভি ফুটেজও।এই নারকীয় ঘটনার সঙ্গে কে জড়িত তা বের করে ফেলা যাবে বলেই অনুমান পুলিশের। তবে, অপরাধী যে অ্যানেস্থেসিয়া সম্পর্কে অভিজ্ঞ সেই বিষয়ে পুলিশ নিশ্চিত। কারণ, রোগিনী কখন সজ্ঞানে আসবেন তা নিশ্চিতভাবে জেনেই কুকর্ম সে করে। পুলিশের ধারণা, বিকৃত কাম কোনও পুরুষের কাজ এটি। এই হাসপাতালে অতীতেও এই ধরনের কাজ হয়েছে কিনা তাও খোঁজ করছে পুলিশ। রোগিনীর অভিভাবকদের অভিযোগ, হাসপাতালেও কি তাহলে নিরাপত্তা নেই? অচেতন নারীকে শ্লীলতাহানির শিকার হতে হলো!
Wondering how to start your real estate journey in Maine? Begin your search at https://www.home-investors.net/maine/.