সিরিয়ায় আবারও ভয়াবহ মিসাইল হামলা চালিয়েছে ইসরাইল। এতে অন্তত দুই সিরিয়ান সেনা নিহত হয়েছে। এছাড়া হামলার পর বন্ধ হয়ে গেছে দামেস্ক বিমানবন্দর। স্থানীয় সময় সোমবার রাত ২টার সময় ইসরাইলের লেক তিবারিয়াস এলাকা থেকে মিসাইলগুলো নিক্ষেপ করা হয়। এ খবর দিয়েছে আল-জাজিরা।
খবরে জানানো হয়, সিরিয়ার প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর এবং এর আশেপাশের এলাকাগুলোই এই মিসাইল হামলার প্রধান টার্গেট ছিল। হামলায় দুই সিরিয়ান সেনা নিহত এবং আরও দুই জন আহত হয়েছেন। এছাড়া কিছু অবকাঠামোগত ক্ষতিও হয়েছে বলে জানিয়েছে সিরিয়ার সামরিক বাহিনী। এদিকে সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, হামলার প্রায় ১০ ঘণ্টা পর বিমানবন্দরটি আবার চালু করা হয়েছে।
এদিকে বৃটেনভিত্তিক সিরিয়ান অবজার্ভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, দামেস্ক বিমানবন্দরে কাছাকাছি থাকা অস্ত্রাগারে হামলা চালিয়েছে ইসরাইল। এতে অন্তত ৪ জন নিহত হয়েছেন। তবে ইসরাইলের তরফ থেকে তাৎক্ষনিকভাবে কিছু জানানো হয়নি।এই হামলার কারণে এক বছরেরও কম সময়ের মধ্যে দ্বিতীয় বারের মতো বন্ধ করতে হয় দামেস্ক বিমানবন্দরকে। গত ১০ জুন ইসরায়েল বিমান হামলায় চালালে ক্ষতিগ্রস্ত হয় বিমানবন্দরের অবকাঠামো। মেরামতের দুই সপ্তাহ পর ফের চালু হয়।
এ ছাড়া গত সেপ্টেম্বরে আলেপ্পো শহরের আন্তর্জাতিক বিমানবন্দরেও হামলা করেছিল ইসরাইলি বাহিনী। তখন কয়েক সপ্তাহ বন্ধ রাখা হয়েছিল বিমানবন্দরটি। সাম্প্রতিক বছরগুলোতে সিরিয়া নিয়ন্ত্রিত অঞ্চলে শত শত বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। তবে বেশির ভাগ হামলার কথা অস্বীকার করেছে তারা। কখনো কখনো ইসরায়েল বলেছে, তারা সিরিয়ার মিত্র ইরানের সশস্ত্র ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা চালায়। যেমন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বাহিনীকে সমর্থন করার জন্য লেবাননের হিজবুল্লাহ হাজার হাজার যোদ্ধা পাঠিয়েছে, তাদের লক্ষ্য করে হামলা করেছে।