নিজস্ব প্রতিবেদকঃ ঝিনাইদহ প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টা থেকে প্রেসক্লাব মিলনায়তনে এই সভা শুরু হয়। ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহমুদ হাসান টিপুর সঞ্চলনায় সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ক্লাবের ২০২২সালে আয় ব্যয় ও বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন।
প্রতিবেদন পাঠ শেষে প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়ন, বার্ষিক কর্মপরিকল্পনা, নতুন সদস্য অন্তর্ভূক্তি, বার্ষিক বোনভোজন, আন্ত:সম্পর্ক উন্নয়ন, পেশাদারিত্ব উন্নয়নের জন্য প্রশিক্ষণের ব্যবস্থাসহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক বিমল সাহা, সিনিয়র সাংাদিক সাইফুল মাবুদ, যুগ্ম সম্পাদক কে এম সালেহ, নির্বাহী সদস্য দেলোয়ার কবীর, প্রথম আলো’র আজাদ রহমান, সিনিয়র সাংবাদিক আসিফ ইকবাল কাজল, প্রচার সম্পাদক শামীমুল ইসলাম, দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম হিরো, আইসিটি বিষয়ক সম্পাদক শাহানুর আলম, সাংস্কৃতিক সম্পাদক মেহেদী হাসান সবুজ, ক্রীড়া সম্পাদক কাজী আলী আহম্মেদ লিকু, নির্বাহী সদস্য আসিফ ইকবাল মাখন, এম এ জলিল, সুলতান আল একরামসহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ।