সংস্কারকাজের পর উদ্বোধনের আগেই নদীতে ভেঙে পড়ল পাঁচ বছর পুরনো একটি সেতু। রোববার (১৮ ডিসেম্বর) ভারতের বিহারে ঘটেছে এ ঘটনা।সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, প্রবেশের রাস্তা না থাকায় সেতুটি এখনও আনুষ্ঠানিকভাবে জনসাধারণের জন্য উন্মুক্ত না হওয়ায়, এ ঘটনায় কেউ হতাহত হননি। সেতুটি ধসে পড়ার একটি ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে।
বিহারের বেগুসরাই জেলার বুড়ি গন্ডক নদীর ওপর ১৩ কোটি রুপি ব্যয়ে সেতুটি নির্মিত হয়েছিল।
স্থানীয়রা জানান, ২০৬ মিটার দীর্ঘ সেতুটিতে গত কয়েকদিন ধরে ফাটল দেখা দিয়েছে। ২ এবং ৩ নম্বর পিলারের মধ্যবর্তী অংশটি রোববার ধসে পড়েছে।
ঘটনার সময় সেতুটির ওপর কেউ ছিল না বলে সোমবার (১৯ ডিসেম্বর) নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন।