সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৫ পূর্বাহ্ন
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের জরুরি বৈঠক

Reporter Name
Update : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২, ৪:৪০ অপরাহ্ন

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে জরুরি বৈঠক করেছেন ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। দুপুরে মন্ত্রীর দপ্তরে ওই বৈঠক হয়। তবে সেখানে কী কী বিষয়ে আলোচনা হয়েছে তার বিস্তারিত জানা সম্ভব হয়নি। দায়িত্বশীল একাধিক সূত্র আভাস দিয়েছে, বুধবার সকালে রাজধানীর শাহীনবাগে এক যুগ ধরে নিখোঁজ বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের বোনের বাসায় যান মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। সেখানে তাঁর উপস্থিতি এবং নিরাপত্তাজনিত উদ্বেগের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রীকে জানাতে জরুরি ওই বৈঠক করে থাকতে পারেন মার্কিন রাষ্ট্রদূত।

বুধবার সকাল ৯টা ৫ মিনিটে রাজধানীর শাহীনবাগে সুমনের বাসায় যান  রাষ্ট্রদূত। প্রায় ২৫ মিনিট তিনি সেখানে ছিলেন। এ সময় একটি সংগঠনের তরফে পূর্ব নির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট ছাড়া রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলা এবং স্মারকলিপি দেয়ার চেষ্টা হয়। এতে নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়। যার প্রেক্ষিতে রাষ্ট্রদূতকে নিয়ে দূতাবাসের প্রটোকল টিম দ্রুত এবং নিরাপদে স্থান ত্যাগ করে বলে জানা গেছে। শাহীনবাগ থেকে বেরিয়ে মার্কিন দূত সেগুনবাগিচা যান বলে নিশ্চিত করেছে সূত্র। উল্লেখ্য, এর আগে ২০১৮ সালের আগস্টে ঢাকার মোহাম্মদপুরে তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গাড়িবহরে আচমকা হামলা চালিয়েছিলো একদল সশস্ত্র যুবক। সুশাসনের জন্য নাগরিক- সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারের বাসায় নৈশভোজ থেকে ফেরার পথে ওই ঘটনা ঘটেছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host