সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৫ পূর্বাহ্ন
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

ঝিনাইদহে অবৈধ পথে আসা ভারতীয় কসমেটিক পণ্যে বাজার সয়লাব

মোঃ শাহানুর আলম, স্টাফ রিপোর্টার
Update : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২, ৪:২৭ অপরাহ্ন
rbt

ঝিনাইদহ প্রতিনিধিঃ বর্তমানে রুপ চর্চা করেন না এমন নারী খুঁজে পাওয়া দুষ্কর। পুরুষেরাও সৌন্দর্য্য চর্চা করতে ব্যবহার করছেন বিভিন্ন প্রসাধনি। বর্তমানে ইউটিউব ফেসবুকে রুপ চর্চার ভিডিও দেখে বিউটি পার্লার বা বাড়িতেই জে¦গে থাকা সময়ের অর্ধেক কাটান এক শ্রেণির তরুণী ও নারীরা। ভিডিওতে প্রমুট করা কসমেটিক পণ্য কিনে নিজেরাই নিজেদেরকে নতুন নতুন সাজে সাজাচ্ছেন প্রতিদিন। ল্যাবে পরীক্ষিত নয় এমন পণ্য ব্যবহার করে অনেকেই বিভিন্ন সমস্যাতেও পতীত হচ্ছেন। বিউটি পার্লার বা সোশ্যাল মিডিয়ায় প্রমুট করা পণ্য দেশে বৈধ পরিবেশকরা বিক্রি করে না। এই পণ্য ব্যবহার করতে হলে অর্ডার দিয়ে নিয়ে আসতে হয়। বর্তমানে ঝিনাইদহের বাজারে সয়লাব ভারতীয় বিভিন্ন পার্লারের তৈরি পণ্য। যেগুলোর ৯০ভাগই দেশের পরিবেশকরা আমদানি করে না। কিন্তু অবৈধ পথেই সরকারের শুল্ক ফাঁকি দিয়ে দেশে আসা এসব পণ্য দেদারসে বিক্রি হচ্ছে জেলা শহরসহ বিভিন্ন মফস্বল বাজারেও। ভারতের সৌন্দর্য্য পণ্য নির্মাতা সুমিস প্রোডাক্টের তৈরি ১০০ গ্রামের একটি ফেস ওয়াশের একটি টিউবের গায়ে ভারতীয় রুপিতে সর্বোচ্চ খুচরা মূল্য লেখা ১১১ রুপি। কিন্তু এই ফেসওয়াশ ঝিনাইদহের বঙ্গবন্ধু সড়কের সাদাতিয়া সুপার মার্কেটের কসমেটিক দোকানগুলোতে বিক্রি হচ্ছে বাংলাদেশি ২৫০ টাকায়। এই কোম্পানীর তৈরি প্রায় ২৫টি প্রোডাক্ট রয়েছে এই সমস্ত দোকানে। এই সব পণ্য অবৈধ পথে আসা। কোনটায় বা নিজেরায় কম্পিউটারে দামের স্টিকার তৈরি করে লাগিয়ে রেখেছেন। কিন্তু সৌন্দর্য্য বৃদ্ধির নেশায় আসক্তরা দাম বেশি রাখার বিষয়টিকে গুরুত্ব না দিয়েই ওই দামেই পণ্য কিনে নিয়ে আসছেন। স্যাম্পু, হেয়ার কন্ডিশনার, বডি লোশন, ক্রিম, পাউডার, জেল, রিমুভারসহ বিভিন্ন আইটেমের পণ্য রয়েছে সুমি’স প্রোডাক্ট কোম্পানির। তবে বাজারে চড়া দামে এই কোম্পানি ছাড়াও অন্যান্য ঘরোয়া কোম্পানির পণ্য বিক্রি হচ্ছে। যেগুলো বৈধভাবে বাংলাদেশে আমদানি হয় না। ঝিনাইদহ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে বলা হয়েছে, ভারত থেকে চোরাইপথে সামন্য পরিমান পণ্য ব্ল্যাক মার্কেটে নিয়ে আসে কিছু অসাধু ব্যবসায়ীরা। কিছু বিউটি পার্লারে এই পণ্যগুলো প্রমুট করা হয়। কিন্তু বেশির ভাগই ঢাকায় তৈরি নকল পণ্য। ক্রেতারা নকল পণ্য কিনে প্রতারিত হচ্ছেন। ঝিনাইদহের প্রত্যেকটি উপজেলা শহর এমনকি মফস্বল বাজারেও একই অবস্থা। ঝিনাইদহ শহরের বঙ্গবন্ধু সড়কের সাদাতিয়া মার্কেট, পণ্য সম্ভার, মৌসুমি শর্পিং মল, ট-বাজার, চান্দা হলের পাশে কিছু দোকান ছাড়াও শহরের বিভিন্ন জায়গায় নকল ও নিষিদ্ধ পন্থায় আমদানি করা ভারতীয় কসমেটিক ও নকল পণ্য বিক্রি হচ্ছে। সচেতন মহল বলছেন নকল পণ্য ব্যবহারে যেমন স্বাস্থ্য ঝুকি রয়েছে তেমনি সরকার মোটা অংকের রাজস্ব হারাচ্ছে প্রতিদিন। এই চক্রের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন তারা।

If you’re seeking a hassle-free way to sell your Hawaii property, explore the services offered at https://www.housebuyers.app/hawaii/ and get started today.


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host