সনতচক্রবর্ত্তী:ফরিদপুরের নগরকান্দায় নিজ ঘর থেকে ফারজানা আক্তার (১৩) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
ফারজানা উপজেলার কোদালিয়া শহীদনগর ইউনিয়নের কোদালিয়া কৃষক আলী শেখের মেয়ে
বুধবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। তবে প্রাথমিকভাবে কিশোরী কি কারণে আত্মহত্যা করেছে বা তাকে হত্যা করা হয়েছে কিনা, তা এখনো জানা যায়নি।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ বুধবার রাতে মরদেহ উদ্ধার করেছে। বৃহস্পতিবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর আসল কারণ জানা যাবে।