শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১২:১১ অপরাহ্ন
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

ইউক্রেনে আবারও বড় ধরনের মিসাইল ও ড্রোন হামলা শুরু

Reporter Name
Update : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২, ৬:২১ অপরাহ্ন

ইউক্রেনে আবারও বড় ধরণের হামলা চালাতে শুরু করেছে রাশিয়া। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন, সেদেশের বিদ্যুতের স্থাপনাগুলো লক্ষ্য করে বড় ধরনের হামলা শুরু করেছে রাশিয়া। এবার সারা দেশজুড়ে বিশাল আকারে হামলা শুরু করা হয়েছে। ইউক্রেনের মধ্যাঞ্চল ছাড়াও পশ্চিম, দক্ষিণ ও পূর্বের অঞ্চলগুলোতে রাশিয়া হামলা চালাচ্ছে। এর ফলে সেদেশের প্রায় ১৫ লাখ মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। এ খবর দিয়েছে বিবিসি।
খবরে জানানো হয়, ইউক্রেন রাশিয়ার বেশিরভাগ মিসাইল ও ড্রোন আকাশেই ধ্বংস করে দেয়ার দাবি করেছে। পাশাপাশি রাশিয়ার এই হামলার কারণে ইউক্রেনের সামরিক বাহিনীর যুদ্ধ জয় বাধাগ্রস্থ হবে না বলেও জানিয়েছেন জেলেনস্কি। তিনি বলেন, এখনো আমাদের কাছে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন শতভাগ ঠেকানোর মতো প্রযুক্তিগত সক্ষমতা নেই। আমি নিশ্চিত, মিত্রদের সহযোগিতায় আস্তে আস্তে সেই ক্ষমতা আমাদের হবে।
এদিকে ইউক্রেনের জাতীয় বিদ্যুৎ সরবরাহ কর্তৃপক্ষ ইউক্রেনারগো জানিয়েছে, আগের মাসে রাশিয়ার বোমা হামলায় বিদ্যুৎ অবকাঠামোর যতটা ক্ষতি হয়েছিল, এবার তার চেয়ে অনেক বেশি ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা করছি আমরা। প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন, শনিবার ৩৬টির বেশি রকেট নিক্ষেপ করেছে রাশিয়া, যদিও তার বেশিরভাগই ঠেকিয়ে দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host