মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাটে বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরাম মাদারীপুর জেলা শাখার সম্মেলন-২০২২ অনুষ্ঠিত হয়েছে।
এ সম্মেলন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আঃ লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি।
(৩০ সেপ্টেম্বর) শুক্রবার সকাল ১০টায় রাজৈর উপজেলার টেকেরহাট হাইওয়ে ডাক বাংলো চত্বরে গান কবিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এ সম্মেলনে জেলা শাখার আহবায়ক অধ্যাপক কাওসার আলম মিঠু এর সভাপতিত্বে ও জেলা ছাত্রলীগের সদস্য সুজন হোসেন রিফাত ও জবি শিক্ষার্থী আছিয়া আক্তার এর যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরামের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন লিটন, প্রেসিডিয়াম মেম্বার অধ্যাপক আকমল হোসেন, প্রেসিডিয়াম মেম্বার সাজ্জাদ হোসেন, প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা এমদাদুল হক চান, উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম শাহীন চৌধুরী, সাংসদ প্রতিনিধি আ ফ ম ফুয়াদ, কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাকিলুর রহমান সোহাগ তালুকদার, রাজৈর থানার অফিসার ইনচার্জ মো আলমগীর হোসেন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান লিতা কুদ্দুস, সাবেক জেলা পরিষদ সদস্য নুর জাহান পারুল,এইচইডি ডিভিশনের সাবেক প্রকৌশলী হান্নান শেখ, যুবলীগের আহবায়ক রেদওয়ানুল হক রিজন মিয়া, জেলা কমিটির যুগ্ম আহবায়ক মো শাওন করিম,জেলা কমিটির সদস্য সচিব মনিরুজ্জামান মনির, জেলা কমিটির সদস্য শিল্পী মন্ডল, কাজী সাইদুরসহ প্রমূখ।
পরে আসাফোর কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম মেম্বার অধ্যাপক আকমল হোসেন রাজৈর উপজেলা আসাফোর তিন সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করেন এসে সভাপতি শিল্পী মন্ডল, সাধারন সম্পাদক সুজন হোসেন রিফাত, সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুর এর নাম ঘোষণা করেন।