সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০৮:৩২ অপরাহ্ন
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

সাবেক এসপি বাবুল আক্তারকে প্রধান আসামি করে চার্জশিট

Reporter Name
Update : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২, ৬:৫৩ অপরাহ্ন

চট্টগ্রামে মাহমুদা খানম মিতু হত্যা মামলার চার্জশিট দিয়েছে তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ৮৪ পৃষ্ঠার চার্জশিটে আসামি হিসাবে নাম উল্লেখ করা হয়েছে সাতজনের। এরমধ্যে মিতুর স্বামী সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারকে প্রধান আসামি করা হয়েছে। বাকিরা হলেন- মো. কামরুল ইসলাম শিকদার ওরফে মুসা, এহতেশামুল হক ওরফে ভোলা, মো. মোতালেব মিয়া ওরফে ওয়াসিম, মো. আনোয়ার হোসেন, মো. খাইরুল ইসলাম ওরফে কালু ও শাহজাহান মিয়া। মঙ্গলবার বিকেলে মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই চট্টগ্রাম মেট্রোর পরিদর্শক (ইন্সপেক্টর) আবু জাফর মোহাম্মদ ওমর ফারুক মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) কামরুল ইসলামের কাছে চার্জশিট (অভিযোগপত্র) হস্তান্তর করেন। এসময় পিবিআইয়ের পুলিশ সুপার (মেট্রো সার্কেল) কাজী নাইমা হাসান উপস্থিত ছিলেন। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আগামী ১০ অক্টোবর মামলার পরবর্তী দিন ধার্য রয়েছে।

পিবিআইসূত্র জানিয়েছে, চার্জশিটভুক্ত সাত আসামির মধ্যে কারাগারে আছেন বাবুল, ওয়াসিম, শাহজাহান ও আনোয়ার। জামিনে আছেন এহতেশামুল। মুসা ও কালু পলাতক। অন্যদিকে চারজনকে মামলা থেকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে অভিযোগপত্রে।

তারা হলেন- সাইদুল ইসলাম শিকদার ওরফে সাক্কু, নুরুন্নবী, মো. রাশেদ ও আবু নাছের। এরমধ্যে রাশেদ ও নুরুন্নবী ঘটনার পরের সপ্তাহে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন। 

পিবিআই সদরদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার (লিগ্যাল অ্যান্ড মিডিয়া) আবু ইউসুফ এসব তথ্য নিশ্চিত করে বলেন, অভিযোগপত্রে বাবুল আক্তারসহ মোট সাতজনকে আসামি করা হয়েছে। সাক্ষী করা হয়েছে ৯৭ জনকে।

এদিকে, অভিযোগপত্র জমা দিয়ে আদালত প্রাঙ্গণে পিবিআই চট্টগ্রাম মেট্রো সার্কেলের পুলিশ সুপার নাইমা হাসান বলেন, আমরা আদালতে অভিযোগপত্র জমা দিয়েছি। সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে আমরা মামলাটি তদন্ত করেছি। ২০২০ সালের ফেব্রুয়ারিতে আমরা মামলার তদন্তভার পেয়েছিলাম। তদন্তে যাদের বিরুদ্ধে তথ্যপ্রমাণ পাওয়া গেছে, অভিযোগপত্রে তাদের আসামি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host