ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের হরিণাকুণ্ডতে বজ্রপাতে মৃত্যুবরণের প্রবনতা বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে ভয় ও সঙ্কা বৃদ্ধি পেয়েছে। গত সোমবার ও মঙ্গলবার পর পর দুদিনে উপজেলার দুই জন কৃষক বজ্রপাতে মৃত্যু বরণ করেছে। সোমবার দুপুরে উপজেলার নারায়ণকান্দি কাজিপাড়া গ্রামের ইছাহক আলীর ছেলে বাবুল হোসেন (৩৫) বজ্রপাতে মৃত্যু বরন করে।
স্থানীয়দের কাছ থেকে জানা যায় মঙ্গলবার দুপুরে ক্ষেতে কাজ শেষে বাড়ি ফেরার পথে বজ্রপাতে আক্রান্ত হয়ে তিনি মৃত্যু বরণ করে। এছাড়া গত সোমবার দুপুরে উপজেলার কাপাশহাটীয়া ইউনিয়নের হিজলী গ্রামের কুরবান আলী (৩৮) বজ্রপাতে মৃত্যু বরন করে। তার স্বজনরা জানান তিনি মাঠের কাজ শেষ করে বাড়ীর বারান্দায় মেয়ে কোলে নিয়ে আদর করছিল এসময় বিদ্যু চমকানোর শব্দের সাথে সাথে বজ্রপাতে তার মৃত্যূ হয় কিন্তু শিশু সন্তানটি সুস্থ রয়েছে। পরে হাসাপাতে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষণা করে। পর পর এই বজ্রপাতে মৃত্যুতে এলাকায় কৃষক, যুবক ও ছাত্রদের মধ্যে ভীতির সৃষ্টি হয়েছে। মৃত্যুবরণকারী উভয়েরই ছোট ছোট বাঁচ্চা সন্তান রয়েছে। এব্যপারে হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বজ্রপাতে মৃত্যুর ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এই অপমৃত্যুতে উভয় পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।