রাষ্ট্রপতির চেয়েও ঢাকা ওয়াসার এমডি তাকসিম এ খানের বেসিক বেতন বেশি। ওয়াসার বস প্রতিমাসে বেতনভাতা বাবদ ৬ লাখ ২৫ হাজার টাকা পান। চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত তাকসিম এ খানের বেতন বারবার বৃদ্ধি নিয়ে প্রশ্ন তুলেছেন হাইকোর্ট। ১৩ বছরের বেতন-ভাতা বাবদ কত টাকা পেয়েছেন তিনি, এর হিসাব দুই মাসের মধ্যে দাখিল করতে বলেছেন দেশের উচ্চ আদালত।
২০০৯ সালে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পান তাকসিম এ খান। এরপর থেকে গত ১৩ বছরে ৪২১ শতাংশ বেড়েছে তার বেতন।
