সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ১০:০৬ অপরাহ্ন
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

রাষ্ট্রপতির চেয়েও বেতন বেশি ওয়াসাএমডির!

Reporter Name
Update : শনিবার, ২৭ আগস্ট, ২০২২, ৬:৪৪ অপরাহ্ন

রাষ্ট্রপতির চেয়েও ঢাকা ওয়াসার এমডি তাকসিম এ খানের বেসিক বেতন বেশি। ওয়াসার বস প্রতিমাসে বেতনভাতা বাবদ ৬ লাখ ২৫ হাজার টাকা পান। চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত তাকসিম এ খানের বেতন বারবার বৃদ্ধি নিয়ে প্রশ্ন তুলেছেন হাইকোর্ট। ১৩ বছরের বেতন-ভাতা বাবদ কত টাকা পেয়েছেন তিনি, এর হিসাব দুই মাসের মধ্যে দাখিল করতে বলেছেন দেশের উচ্চ আদালত।

২০০৯ সালে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পান তাকসিম এ খান। এরপর থেকে গত ১৩ বছরে ৪২১ শতাংশ বেড়েছে তার বেতন।


সবশেষ গত বছরের ২৮ ফেব্রুয়ারি আরেক দফা বেতন বাড়ে ওয়াসা বসের। যোগ্যতা, অভিজ্ঞতা, ঢাকা ওয়াসার অগ্রগতি এবং মুদ্রাস্ফীতি বিবেচনা করে বাড়ানো হয় মাসিক বেতন। এখন তিনি মাসে বেতন নেন ৬ লাখ ২৫ হাজার টাকা। এর মধ্যে মূল বেতন ২ লাখ ৮৬ হাজার টাকা, বাসাভাড়া ও চিকিৎসাবাবদ পান ৭০ হাজার ৭৫০ টাকা। উৎসব বোনাস ও বিনোদন ভাতা বাবদ প্রতিমাসে তোলেন ৮৮ হাজার ১৮৪ টাকা। এর সঙ্গে রয়েছে বিশেষ ভাতা ১ লাখ ৮০ হাজার ৬৬ টাকা।

বিষয়টি তুলে ধরা হয় উচ্চ আদালতে। প্রাথমিক শুনানি শেষে গত ১৩ বছরের বেতন-ভাতা বাবদ তাকসিম এ খান কত টাকা পেয়েছেন তার হিসাব দাখিল করতে বলা হয়েছে।
এদিন কনজুমারস অ্যাসোসিয়েশন (ক্যাব)-এর আইনজীবী ব্যরিস্টার জ্যোতির্ময় বড়ুয়া আদালতে বলেন, সরকারি বেতন স্কেল অনুযায়ী একজন ব্যক্তির মূল বেতন ৭৮ হাজার টাকা। রাষ্ট্রপতির বেসিক বেতন ১ লাখ ৫০ হাজার টাকা। অথচ ওয়াসা বসের বেতন রাষ্ট্রপতির বেসিক বেতনের চেয়েও ১ লাখ ৩৬ হাজার টাকা বেশি। এটি অস্বাভাবিক এবং অবমাননাকর বলেও মন্তব্য করেন এই আইনজীবী।
বেতন বাড়ানোর ক্ষমতা পরিচালনা বোর্ডের থাকলেও কত টাকা বাড়ানো যাবে এ বিষয়ে কোনো নীতিমালা নেই। এ কারণে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া তাকসিম এ খানের বেতন বারবার বাড়ানোকে আইনবহির্ভূত বলছেন ক্যাবের আইনজীবী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host