ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের সদর উপজেলার নগরবাথান এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে মিলন শেখ (৫৫) নামে এক জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন খোকন হোসেন (৫৬) নামে আরও এক আরহী।
রোববার (২১ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাড়কের নগরবাথান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিলন শেখ যশোর জেলার রামনগর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে এবং আহত খোকন হোসেন মেহেরপুর জেলার গাংনি উপজেলার বাশবাড়িয়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঝিনাইদহ থেকে একটি মোটরসাইকেল যোগে মিলন ও তার বন্ধু খোকন হোসেন রাত ১১টার দিকে দু’জনে চুয়াডাঙ্গার দিকে যাচ্ছিলেন। পথে ওই স্থানে পৌঁছালে চালক মিলন মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা মারে। এতে তিনি ঘটনাস্থলে মারা যান। সে সময় আহত হন খোকন নামে আর এক আরোহী। পরে আহত খোকনকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।