খুলনা প্রতিনিধিঃ বাংলাদেশ আমেরিকা কালসারাল সোসাইটির প্রতিষ্ঠাতা ও ডুমুরিয়ায় অনলাইন সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রথম উদ্যোক্তা কবি গবেষক নাট্যকর ও আমেরিকা প্রবাসী খান শওকতকে নাগরিক সংবর্ধনা দেয়া হয়েছে। ৯ মার্চ মঙ্গলবার সন্ধ্যায় ডুমুরিয়ার থুকড়া বাজার চত্বরে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা ও সাংস্কুতিক অনুষ্ঠানে সভাপত্বি করেন নাট্যকর এসএম মতিউর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ২নং রঘুনাথপুর ইউপি চেয়ারম্যান খান শাকুর উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন গাঙচিল সাহিত্য সাংস্কৃতিক পরিষদের প্রতিষ্ঠাতা খান আকতার হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গাঙচিল ফুলতলা শাখার উপদেষ্টা পি জি এল ইউনুস আলী, ফুলবাড়িগেট শাখার সভাপতি এস এম আব্দুর রহমান, এস এম মেসবাহুল আলম টুটুল, সাংবাদিক আনোয়ার হোসেন আকুঞ্জী, দেব প্রসাদ ঢালী, ডা. অজয়, সিকদার লাবলু, জিল্লুর রহমান আকুঞ্জী প্রমুখ।
সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন গাঙচিল সাহিত্য পরিষদ, থুকড়া মফস্বল থিয়েটার, তপোবন সঙ্গীত বিদ্যালয় এবং বাংলাদেশ আলোকিত সাংস্কৃতিক একাডেমি। শেষে খান শওকত রচিত এবং কানিজ মিরার নির্দেশনায় নাটক রক্তাক্ত আগষ্ট পরিবেশিত হয়।
অভিনন্দন।
Mama, we are proud for you. you may must many many fruitful work of our neglected village people. servable of the fittest. you are the man most of them. this respect is the golden line of your life. the man of our village memorization for ever to you. may Allah live long to you.