ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধিঃ বাবার উপর অভিমান করে বিষপানে আত্মহত্যা করেছে মানসিক ভারসম্যহীন ১৮ বছরের এক তরুণ। আত্মহত্যাকারী হাসিব সরদার ডুমুরিয়া উপজেলার কোমরাইল গ্রামের নজরুল সরদারের ছেলে।
পুলিশ ও পারিবারিকসূত্রে জানা যায়; হাসিব সরদার কোন কাজকর্ম না করায় অস্বচ্ছল পিতা মাঝে মধ্যে বকাঝকা করতো। তার জের ধরে গত ৩-৪দিন বাড়িতে খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। বাবার উপর অভিমান করে মঙ্গলবার বিকেলে হাসিব বাড়িতে রাখা ধানে ছিটানো বিষ ফুরাডান সেবন করে। অসুস্থ অবস্থায় স্থানীয় রঘুনাথপুর ক্লিনিকে নিলে সাথে সাথে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনায় নেয়ার পরামর্শ দেন। পরে খুলনায় নেয়ার পথে আমভিটায় পৌঁছালে হাসিব মারা যায়।
তদন্তকারী কর্মকর্তা ও রঘুনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই সিকদার এনায়েত বলেন; যতদূও জানতে পেরেছি হাসিব মানসিক ভারসম্যহীন ছিল। লাশ ময়না তদন্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় অপমৃত্যু মামলা হয়েছে। মামলা নং ১১, তারিখ-১০-৩-২০২১।