ভারতের কলকাতায় অবস্থিত বাংলাদেশের উপ দূতাবাসের সামনে বুধবার প্রতিবাদ জানিয়ে স্মারকলিপি জমা দিয়েছেন দেশটির ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) দক্ষিণ কলকাতা জেলা শাখার নেতৃবৃন্দ।
‘বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতন’ এর অভিযোগে বিজেপি এমন প্রতিবাদ জানিয়েছে বলে ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে। এছাড়া, সামাজিক যোগাযোগমাধ্যমেও দলটি এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে বিশ্ব হিন্দু পরিবার-সহ সংঘ পরিবারের অন্যান্য সংগঠন বাংলাদেশে ‘হিন্দুদের ওপর হামলা’র প্রতিবাদে কলকাতায় বিক্ষোভ দেখিয়েছে। এরপর এবার কলকাতার ৯, সার্কাস এভিনিউ, লোয়ার রেঞ্জের ঠিকানায় কলকাতার বাংলাদেশ উপ দূতাবাসের সামনে প্রতিবাদ জানিয়ে স্মারকলিপি জমা দিয়েছেন দক্ষিণ কলকাতা জেলা বিজেপি নেতৃত্ব। সেখানে উপস্থিত ছিলেন দক্ষিণ কলকাতা জেলা বিজেপির সভাপতি সঙ্ঘমিত্রা চৌধুরী, বিজেপির কলকাতা উত্তরের সভাপতি কল্যাণ চৌবে, কলকাতা উত্তর শহরতলি জেলা বিজেপির সভাপতি অরিজিৎ বক্সি, রাজ্য বিজেপির দুই সম্পাদক উমেশ রাই ও দীপাঞ্জন গুহ-সহ অন্যান্য নেতৃবৃন্দ।