ইউক্রেনের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি। একইসঙ্গে বরখাস্ত করা হয়েছে প্রসিকিউটর জেনারেলকেও। তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ঠেকাতে ব্যর্থতার অভিযোগও তুলেছেন তিনি। এ খবর দিয়েছে বিবিসি।
খবরে বলা হয়, দিন দিন রাশিয়ার পক্ষে সমর্থন বাড়ছে ইউক্রেনীয় নিরাপত্তা কর্মকর্তাদের মধ্যে। এ কারনেই এই কঠোর অবস্থান নিয়েছেন জেলেনস্কি। তিনি বলেন, বরখাস্ত হওয়া অন্তত ৬০ কর্মকর্তা এখন ইউক্রেনের বিরুদ্ধে সক্রিয়ভাবে কাজ করছে। তাদের বিরুদ্ধে মোট ৬৫১টি রাষ্ট্রদ্রোহের অভিযোগ দায়ের করা হয়েছে।
তবে নিজের সংগঠনের মধ্যে কর্মকর্তাদের রাষ্ট্রদ্রোহ ঠেকাতে ব্যর্থ হওয়ায় বরখাস্ত করা হয়েছে ইউক্রেনস সিকিউরিটি এজেন্সি (এসবিইউ) প্রধান আইভান বাকানোভ এবং প্রসিকিউটর জেনারেল ইরিনা ভেনেডিকতোভাকে। এক ভিডিও বার্তায় এ ঘোষণা দিয়েছেন জেলেনস্কি। আইভ্যান বাকানোভ জেলেনস্কির ছোটবেলার বন্ধু।