ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহে ফেন্সিডিলসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঝিনাইদহ র্যাব-৬। গত রবিবার (১৭ জুলাই) র্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ঝিনাইদহ জেলার সদর থানা এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে এসময় আইনগত ব্যবস্থা গ্রহনের উদ্দেশ্যে আভিযানিক দলটি রাত ১১টার দিকে ঝিনাইদহের পলিটেকনিক ইনস্টিটিউট এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ সুমন কাজী (২০) কে আটক করে। আটককৃত মাদক ব্যবসায়ী ফরিদপুর জেলার, বোয়ালমারী থানার বাসিন্দা বলে জানান র্যাব। গ্রেফতারকৃত আসামীর নিকট থেকে ১৫২ বোতল ফেন্সিডিল, ১টি মোটর সাইকেল,১টি মোবাইল ফোন ও নগদ ২,১০০/- টাকা উদ্ধার করা হয়।
জব্দকৃত মালামাল ও গ্রেফতারকৃত আসামীকে আজ সোমবার (১৮ জুলাই) দুপুরে ঝিনাইদহের সদর থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে।