মোঃ গোলাপ মিয়া আদিতমারী (লালমনিরহাট) প্রতিনিধিঃ- লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নে তিস্তা নদীর ভাঙ্গন রোধে ৪৯ কোটি টাকা ব্যয়ে বাঁধ নির্মাণের কাজ শুভ উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি। সংক্ষিপ্ত আলোচনা সভায় সমাজকল্যান মন্ত্রী বলেন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নদী ভাঙ্গনে কোন পরিবার যেন ভিটে হারা না হয় এর জন্য বাঁধ নির্মাণে যত টাকা লাগবে সরকার তার ব্যবস্থা করবেন বলে তিনি মহিষখোচার তিস্তার তীরবর্তী নদী ভাঙ্গন সাধারণ মানুষকে আশ প্রদান করেন।রবিবার (১৭ জুলাই) বিকেলে তিনি আদিতমারী উপজেলা চত্বরের জনস্বাস্থ্য প্রকৌশলী কার্যালয়ের সামনে নতুন ভবনের উদ্বোধন করেন। পরে তিনি উপজেলা প্রাণী সম্পদ কর্তৃক আয়োজিত ‘‘প্রাণি সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)” কর্তৃক আয়োজিত দিনব্যপি খামারিদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠানে আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার জি,আর সারওয়ারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদিতমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েস ফারুক জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ড. জাহাঙ্গীর আলম।এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আঃলীগ সাধারণ সম্পাদক রফিকুল আলম উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোশারফ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুল ইসলাম, মন্ত্রীর ব্যক্তিগত একান্ত সচিব মিজানুর রহমান মিজান, ভেলাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলী কমলাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদ উমর শিচতী সাপুকুর ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন কবির প্রমুখ ।