দেশের অভ্যন্তরে একটি ইহুদি সংস্থার কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে রাশিয়া। দেশটির বিচার মন্ত্রণালয় থেকে ‘জিউইশ এজেন্সি’ নামের ওই সংস্থাটিকে একটি চিঠি পাঠানো হয়েছে। রাশিয়ার এই পদক্ষেপ নিয়ে ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে পরামর্শ করছে সংস্থাটিতে। এ খবর দিয়েছে জেরুজালেম পোস্ট।
খবরে জানানো হয়, জিউইশ এজেন্সি’র সঙ্গে যোগাযোগ করা হলে তারা তাৎক্ষনিকভাবে কোনো মন্তব্য করেনি। তারা জানিয়েছে, প্রায়ই কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী নানা রকম পদক্ষেপ তাদের নিতে হয়। রুশ কর্তৃপক্ষের সঙ্গে এগুলো নিয়ে তারা নিয়মিত আলোচনায় বসে। সর্বশেষ নির্দেশ নিয়েও তাদের সঙ্গে বসেছে জিউইশ এজেন্সি।
ইসরাইলের এক কূটনীতিক জানিয়েছেন, রাশিয়া দাবি করছে যে, ওই এজেন্সিটি অবৈধভাবে রুশ নাগরিকদের তথ্য সংগ্রহ করছে। কূটনীতির মাধ্যমে বিষয়টির সমাধান করা হবে। এখনও আমরা স্পষ্ট নয় ঠিক কী কারণে এই সংস্থাটির কার্যক্রম নিষিদ্ধ করলো রাশিয়া।
ইউক্রেনের সঙ্গে যুদ্ধ নিয়ে এমনিতেই ইসরাইল ও রাশিয়ার মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যেই ইহুদি সংস্থার কার্যক্রমে বাধা দিলো মস্কো। এছাড়া সম্প্রতি সিরিয়ায় ইসরাইলি হামলাকে অগ্রহণযোগ্য বলে ঘোষণা করেছে রুশ সরকার। কোনো শর্ত ছাড়াই তারা ইসরাইলকে হামলা বন্ধ করতে বলেছে।