আজ ৪ঠা জুলাই যুক্তরাষ্ট্রের ২৪৬তম স্বাধীনতা দিবস। এদিন বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও জনগণকে অভিনন্দন জানিয়ে বার্তা দিচ্ছেন। কিন্তু বাইডেনকে এদিন অভিনন্দন জানাবেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। ক্রেমলিনের মুখপাত্র দমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেছেন, অভিনন্দন না জানানোর কারণ হলো যুক্তরাষ্ট্রের অবন্ধুসুলভ নীতি। মস্কোর বিরুদ্ধে ‘আনফ্রেন্ডলি’ কর্মকাণ্ড চালাচ্ছে ওয়াশিংটন। পেসকভ আরও বলেন, এ বছর এই অভিনন্দন খুব কমই যথার্থ হিসেবে বিবেচনা করা হতে পারে। তাই বাইডেনকে পুতিন অভিনন্দন জানাবেন না। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।