বুধবার (২৯ জুন) রাতে রাস্তায় হঠাৎ গুলিবিদ্ধ হন ওই নারী। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তবে সঙ্গে থাকা তিন মাস বয়সী শিশুটি সুস্থ আছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
হামলার পর ওই এলাকায় নিরাপত্তায় জনসাধারণের চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। তবে কী কারণে এ হামলা, সেটি স্পষ্ট নয়। গুলির ঘটনায় এখনো কাউকে আটক করা না গেলেও এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে নিউইয়র্ক পুলিশ। খবর সিএনএনের।
এর আগে যুক্তরাষ্ট্রে বাবার বন্দুক নিয়ে খেলতে খেলতে একটি শিশুকে হত্যা ও নিজের ছোটবোনকে আহত করেছে আট বছর বয়সী একটি বালক। গত সপ্তাহে ফ্লোরিডায় এমন ঘটনা ঘটেছে।
স্থানীয় সময় শুক্রবার (২৪ জুন) সন্ধ্যা থেকে রোববার (২৬ জুন) পর্যন্ত যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের বিভিন্ন স্থানে বন্দুক সহিংসতায় পাঁচ মাস বয়সী এক শিশুসহ চারজন নিহত হয়েছেন। এসব ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন অন্তত ২০ জন।
যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের হাতে হাতে আগ্নেয়াস্ত্র পৌঁছে গেছে। যে কারণে প্রায়ই দেশটি থেকে প্রাণঘাতী বন্দুক হামলার খবর আসছে। মোটেলটিতে রোডরিক তার ছেলেকে নিয়ে যান। আর তার মেয়ে বন্ধুও দুই বছর বয়সী যমজ ছেলে ও এক বছরের কন্যাকে সঙ্গে নিয়ে আসেন।