রুশ-অধিকৃত মেলিতোপোলে ৩০টির বেশি রকেট হামলা চালিয়েছে ইউক্রেনের সামরিক বাহিনী। রোববার (৩ জুলাই) শহরটির ইউক্রেনীয় নির্বাসিত মেয়র এমন দাবি করেছেন। রাশিয়ার কর্মকর্তারাও হামলার ঘটনা নিশ্চিত করেছেন।
মেলিতোপোলের মেয়র ইভান ফেদোরোভ বলেন, স্থানীয় সময় ৩টা ও ৫টায় রাশিয়ার সামরিক ঘাঁটিতে ৩০টির বেশি হামলা চালানো হয়েছে।

বর্তমানে ইউক্রেন-নিয়ন্ত্রিত শহরে অবস্থান করছেন মেয়র ইভান। তিনি জানান, প্রতিরোধ তৎপরতার কারণে মেলিতোপোলের কাছে শনিবার গোলাবারুদ বহন করা একটি সাঁজোয়া ট্রেন লাইনচ্যুত হয়েছে।
রুশ সংবাদ সংস্থা আরআইএ বলছে, মেলিতোপোলের আভিয়ামিসটেকো এলাকায় হামলা চালিয়েছে ইউক্রেন। সেখানে একটি বিমানববন্দর রয়েছে।
কিন্তু কোথায় হামলা হয়েছে, তা নিশ্চিত করা হয়নি রুশ সংবাদমাধ্যমে। স্থানীয় রুশ কর্মকর্তা ভ্লাদিমির রোগোভের উদ্ধৃতি দিয়ে আরআইএ জানিয়েছে, ইউক্রেনের ১৬ থেকে ১৮টি এমএলআরএস রকেট আঘাত হেনেছে মেলিতোপোলে।
এদিকে পেন্টাগন বলছে, ইউক্রেনকে দুটি ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা-এনএএসএএমএস দিচ্ছে যুক্তরাষ্ট্র। তার সঙ্গে চারটি কাউন্টার আর্টিলারি রাডার এবং দেড় লাখের বেশি ১৫৫এমএম কামানের গোলা পাঠানো হচ্ছে।
শুক্রবার পেন্টাগন থেকে ইউক্রেনে নতুন এই অস্ত্রের চালান পাঠানোর ঘোষণা দেয়া হয়। যার আর্থিক মূল্য ৮২ কোটি ডলারের বেশি।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেন, ইউক্রেনীয়রা এ সপ্তাহে আবারও একটি নৃশংস হামলার শিকার হয়েছে। লোকজনে ভরা একটি শপিং মলে ওই হামলা চালানো হয়েছে। তারা তাদের দেশের জন্য লড়াই চালিয়ে যাচ্ছে এবং যুক্তরাষ্ট্র এই ন্যায়সংগত লড়াইয়ে তাদের পাশে দাঁড়িয়েছে।