রেজাউল হক নড়াইল জেলা প্রতিনিধি: রোববার (৩ জুলাই) খুলনা রেঞ্জের ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দিন সময় সংবাদকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, তাকে (ওসি) প্রশাসনিক কারণে প্রত্যাহার করা হয়েছে। কলেজ অধ্যক্ষের গলায় জুতার মালা দেয়ার দুঃখজনক ঘটনা সংঘঠিত হওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ হিসেবে তার ব্যর্থতা প্রতীয়মান হয়েছে বলে তিনি অভিমত দেন।
নড়াইলের পুলিশ সুপার প্রবীর কুমার রায় জানান, খুলনা উপ মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) কার্যালয় থেকে তাকে প্রত্যাহারের নির্দেশ দেয়া হয়েছে। শনিবার (২ জুলাই) রাত ১১টার দিকে এ সংক্রান্ত খবর পাওয়া গেছে। শওকত কবিরকে নড়াইল সদর থানা থেকে খুলনায় রেঞ্জ রিজার্ভ ফোর্সে সংযুক্ত করা হয়েছে। থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মাহামুদুর রহমানকে ওসির দায়িত্ব দেয়া হয়েছে।
উল্লেখ্য, হযরত মুহাম্মদ (সাঃ) সম্পর্কে কটূক্তিকারী ভারতের বিজেপি নেতা নূপুর শর্মার সমর্থনে নড়াইলের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের রাহুল দেব নামে এক কলেজছাত্র ফেসবুকে স্ট্যাটাস দেয়। এতে ওই কলেজে গত ১৮ জুন সহিংসতার সৃষ্টি হয়। এ সময় কলেজ অধ্যক্ষের গলায় জুতার মালা দেয়ার অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।