ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলার শ্যামবাগত স্কেল লোড নিয়ন্ত্রন কেন্দ্রের সামনে একটি গ্যাস সিলিন্ডার ভর্তি ট্রাক আইল্যান্ডের উপর উঠিয়ে দিয়ে র্দুঘটনার কবলে পড়ে ব্যপক ক্ষতি হয়েছে। শনিবার বিকাল সাড়ে ৫টায় শ্যামবাগত স্কেল লোড নিয়ন্ত্রন কেন্দ্রের সামনে এদুর্ঘটনা ঘটে। মহাসড়ক নষ্ট থাকায় এই দুর্ঘটনা ঘটেছে। অতিদ্রুত উচু-উচু ট্যাম গুলি মেরামত করা না হলে বড় ধরনের র্দুঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে।
জানা গেছে, মোংলা হতে খুলনা গামী গ্যাসের সিলিন্ডার ভর্তি একটি ট্রাক (বরিশাল-ড ১১-০১০৯) শ্যামবাগত স্কেল লোড নিয়ন্ত্রন কেন্দ্রের সামনে আসলে সড়কে উচু উচু ট্যাম থাকায় চালক নিয়ন্ত্রন হারিয়ে পার্শ্বের আইল্যান্ডের সাথে প্রচান্ড আকারে ধাক্কা খাই। এসময় ট্রাকের পিছনের দুটি চাকা ট্রাক হতে বিছিন্ন হয়ে রাস্তার অপর প্রান্ডে চলে যায়। এ সময় ট্রাকের চালক নাসির উদ্দিন সামান্য আহত হয়। কাটাখালী হাইওয়ে থানা পুলিশ ঘটনা স্থান পরিদর্শন করেছেন।