সনতচক্রবর্ত্তী: ফরিদপুরের বাইপাস সড়কের আলালপুর গ্রামের এক বাগানে থেকে শপিং ব্যাগে মুড়ানো এক নবজাতককের লাশ উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৩.৬.২২)দুপুর ২ টার দিকে দুপুরে ৯৯৯ নম্বরে ফোন পেয়ে কোতোয়ালি থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।
আলালপুর গ্রামের রানা মণ্ডল নামে এক যুবক জানান,এক ভ্যান চালক একটি রাস্তার পাশে শপিং ব্যাগের ভিতর থেকে নবজাতকটিকে দেখতে পায়। পরে স্থানীয় লোকজনে জানালে ৯৯৯ ফোন দিয়ে পুলিশকে জানানো হয়।
স্থানীয়রা জানান , রাতে যে কোন সময় নবজাতকটির জন্ম হয়। হয়তো কোন অপরাধ ঢাকতে নবজাতকটিকে মৃত অবস্থায় শপিং ব্যাগে ভরে আলালপুর গ্রামের বাগান এলাকায় রাস্তায় সুযোগ বুঝে ফেলে যায় কেউ।
ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. মিজান বলেন, স্থানীয়দের সহায়তায় ব্যাগটি খুলে নবজাতকের মরদেহ উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।