মাদারীপুর থেকে কাওসার আলম মিঠুঃ জাতীয় কর্মসূচির অংশ হিসেবে যথাযোগ্য মর্যাদায় মাদারীপুর এম,এম, হাফিজ মেমোরিয়াল পাবলিক লাইব্রেরী মিলনায়তনে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা(ভারপ্রাপ্ত) মমাহমুদা আক্তার কনা। প্রধান অতিথি হিসেবে মূল্যবান বক্তব্য রাখেন মাদারীপুরের সুযোগ্য জেলা প্রশাসক ড. রহিমা খাতুন। উক্ত দিবসের পুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে মূল্যবান বক্তব্য রাখেন মাদারীপুর হ্যাট্টিক মেয়র জননেতা মোঃ খালিদ হোসেন ইয়াদ। এ সভায় নারী নেত্রী, সাংবাদিক,উন্নয়ন কর্মী, সফল নারী উদ্যোক্তারা অংশগ্রহণ করেন। এ অনুষ্ঠানে নারী উন্নয়নে ভূমিকা রাখায় সাংবাদিক আয়েশা সিদ্দিকা ও বিশ্লেষণ মিডিয়ার ব্যবস্থাপনা পরিচালক আনজুমান জুলিয়াকে বিশেষ সম্মানে ভূষিত করা হয়। উক্ত সভা পরিচালনা করেন কিশোরী ক্লাবের প্রশিক্ষক আন্না আশিক ও খাদিজা।