বাংলাদেশ ব্যাংকের চতুর্থ তলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। ইতোমধ্যে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।
সোমবার (২০ জুন) বিকেলে আগুন লাগে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত্র ও ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু জানা যায়নি।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক সংবাদমাধ্যমকে জানান, বাংলাদেশ ব্যাংকের চতুর্থ তলায় সন্ধ্যা ৬টার ২৫ মিনিটে আগুন লাগে। খবর পেয়ে আমাদের চারটি ইউনিট ৬টা ৫২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও জানান, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপনের চেষ্টা চলছে।