মাদারীপুর থেকে রুবেল মাহমুদ : মাদারীপুর জেলার রাজৈর থানাধীন বদরপাশা ইউনিয়নের শংকরদীপাড়ের ভোট কেন্দ্রে মাঠে প্রায় দুপুর ১২.৩০ ঘটিকায় মিথেন গ্যাসের বেলুন বিক্রেতার গ্যাস সিলিন্ডার বিস্ফরনে ঘটনা স্থলে নিহত ১ জন গুরুতর আহত ৩ এবং আহত ২ জন। নিহত ১ জন ও গুরুতর আহত জনদের নাম ও ঠিকানা জানা যায় নি তবে স্থানীয় সুত্রে জানা যায় তাদের বাড়ি ফরিদপুর জেলার নগর কান্দা থানার বাসিন্দা । তাদের বয়স প্রায় ৩৫ বছর । নিহত গুরুতর আহতদের মধ্যে ৩ জন বেলুন বিক্রেতা ১ জন ভ্যান চালক।আজ ১৫/০৬/২২ তারিখে সকাল ১০ ঘটিকা সময় বেলুন বিক্রতারা বেলুন বিক্রি করতে থাকে ইতি মর্ধে তাদের গ্যাস বেলুন শেষ হয়ে যায় তখন তারা মাঠের পার্শ্বেই গ্যাস বেলুনে ভর্তি শুরু করে হঠাৎ বিকট শব্দ হয়ে সিলিন্ডার বাস্ট হয়ে যায়। শব্দ শুনতেই এলাকার লোকজন এসে নিহত জনের দুই হাটুর উপরে ও গুরুতরদের হাটুর নিচে দ্বিখণ্ডিত অবস্থায় দেখতে পান তাদেরকে রাজৈর থানা পুলিশ এলাকার সহজগিতায় দ্রুত হাসপাতালে নেওয়া হয়। রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্সে ডাঃ প্রদীক চন্দ্র একজনকে মৃত বলে ঘোষণা দেন এবং বাকি জনের অবস্থা আশংকা জনক বলে ফরিদপুর মেডিকেল হাসপালে রেফার করেন। এদিকে সিলেন্ডারের স্টীল দিয়ে সেখানকার মৃত ইউনুস বয়াতির ছেলে সামাদ বয়াতির ঘরের টিন ও আসবাপত্র ভাংচুর ক্ষতি হয় ও তাহার স্ত্রী হাওয়া বেগম ৪০ কানে আঘাত প্রাপ্ত হন। এ ছাড়া আরও দুলাল মোল্লার ছেলে আফনান মোল্লা ১০ ও টুটুল মোল্লার ছেলে তামিম মোল্লা ৫ আহত হন তারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন প্রমুখ।