মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ০৩:৫২ অপরাহ্ন
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

গাইবান্ধায় আ.লীগের সম্মেলনে হামলা-ভাঙচুর, আটক ১৫

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা জেলা প্রতিনিধি
Update : শনিবার, ১১ জুন, ২০২২, ১০:৪৯ পূর্বাহ্ন

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃগাইবান্ধায় পৌর আওয়ামী লীগের সম্মেলনস্থলে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
শুক্রবার (১০ জুন) জুমার নামাজের পর ইমাম-ওলামা পরিষদ, ইসলামী আন্দোলনসহ কয়েকটি ইসলামী দলের ব্যানারে শহরের বিভিন্ন মসজিদ থেকে মিছিল বের হয়।
মিছিলটি সভাস্থলের পাশ দিয়ে যাওয়ার সময় মঞ্চের মাইকসহ চেয়ার-টেবিল ভাঙচুর করে। তবে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা বলেন, মিছিলের ভেতরে থাকা জামায়াত-শিবিরকর্মীরা এ ভাঙচুরে অংশ নেন।
আওয়ামী লীগের নেতাকর্মীরা জানান, দুপুরে জুমার নামাজের পর শহরে মিছিল বের করে ইমাম-ওলামা পরিষদসহ কয়েকটি ইসলামী সংগঠনের আড়ালে জামায়াত শিবির নেতাকর্মীরা। তারা অতর্কিতভাবে শহর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে প্রস্তুত করা মঞ্চে হামলা চালায়। হামলাকারীরা চেয়ার, মাইক ও মঞ্চে ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় অন্তত ১৫ জনকে আটক করেছে পুলিশ।
গাইবান্ধা সদর থানার ওসি মাসুদুর রহমান এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লুকিয়ে থাকা জামায়াত কর্মীরা এই ভাঙচুর চালায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host