মাদক মামলায় চিত্রনায়িকা পরীমনিকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়েছেন আদালত। আজ ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম এ আদেশ দেন। পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত বলেন, পরীমনি শারীরিকভাবে অসুস্থ। তাই ফৌজদারি কার্যবিধি মোতাবেক ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি চেয়ে আদালতে আবেদন করা হয়। আদালত শুনানি নিয়ে পরীমনিকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়েছেন।
এর আগে সকাল ১০টার দিকে পরীমনি ঢাকার বিশেষ জজ আদালতে হাজির হন। এ মামলায় গত ১লা মার্চ আদালতে সাক্ষ্য দেন মামলার বাদী ও র্যাব-১-এর ডিএডি মজিবর রহমান। আজ পরীমনির আইনজীবী মামলার বাদীকে জেরা করেন।
গত বছরের ৪ঠা আগস্ট রাজধানীর বনানীতে পরীমনির বাসায় অভিযান চালায় র্যাব। পরে রাজধানীর বনানী থানায় করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরীমনির বিরুদ্ধে মামলার দুই মাসের মাথায় ২০২১ সালের ৪ঠা অক্টোবর আদালতে পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। অভিযোগপত্রে ১৯ জনকে সাক্ষী করা হয়েছে। পুলিশের দেয়া অভিযোগপত্র গত বছরের ১৫ই নভেম্বর আমলে নেন ঢাকার মহানগর দায়রা জজ আদালত। পরে মামলাটি বিচারের জন্য ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ বদলি করা হয়।