রুবেল মাহমুদ,মাদারীপুরে: মাদারীপুরে লিচুবোঝাই একটি পিকআপভ্যানের চাপায় সুলতান (৩৫) নামের এক পথচারী নিহত হয়েছেন। সোমবার (২৩ মে) সকালে শহরের ইটেরপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুলতান জয়পুরহাট জেলার ক্ষেতলাল এলাকার বাসিন্দা। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে ইটেরপুল এলাকায় রাস্তা পার হচ্ছিলেন সুলতান। এ সময় রাজশাহী থেকে শরিয়তপুরগামী লিচুবোঝাই একটি পিকআপভ্যান তাকে পেছন থেকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।