মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ১১:১৯ অপরাহ্ন
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

নাটোরের বড়াইগ্রামে বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৭

Reporter Name
Update : শনিবার, ৭ মে, ২০২২, ১:৪৪ অপরাহ্ন

নাটোরের বড়াইগ্রামে দুই বাস ও একটি ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় ৩৫ জন আহত হয়েছেন। শনিবার সকাল সোয়া ১১টার দিকে বনপাড়া-ঢাকা মহাসড়কের বনপাড়া গাজী অটো রাইস মিলের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে রাজশাহী গামী ন্যাশনাল ট্রাভেলস ও নাটোর থেকে ঢাকা গামী সিয়াম পরিবহন এবং সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের সংঘর্ষ ঘটলে দুই বাস পাশের খাদে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই এক নারী ও পাঁচজন পুরুষ যাত্রী নিহত হয়। আহত হয় কমপক্ষে ৩৫ জন।

খবর পেয়ে বনপাড়া ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠায় ও নিহতদের উদ্ধার করে।  হাসপাতালে  আরও  একজন মারা যান।
ফায়ার সার্ভিস রাজশাহী রেঞ্জের সহকারী পরিচালক দিদারুল আলম জানান, দুই জনের পরিচয় আপাতত পাওয়া গেছে। তারা ভাই-বোন। তারা হলেন সাদিয়া (১২) ও কাউসার (১৮)। তারা সিয়াম পরিবহনের যাত্রী ছিলেন। তাদের মা ওই বাসেই ছিলেন এবং অক্ষত আছেন। নিহত ভাই-বোন নাটোরের হরিশপুরের পাইকারদোল গ্রামের কাওসার হোসেনের সন্তান।

উল্লেখ্য, ন্যাশনাল ট্রাভেলস থেকে চারজন পুরুষ ও সিয়াম পরিবহন থেকে ভাই বোনের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।

নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ, পুলিশ সুপার লিটন কুমার সাহা, উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host