রকিবুল ইসলাম রুবেল, লালমনিরহাট জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার গভীর রাতে পুলিশের হাতে দুই জুয়াড়ি আটক। এরা হলো, রবিউল ইসলাম (২৫) ও পোল্লাদ মেকার (৪৫)। এদের মধ্যে জুয়াড়ি রবিউল ইসলাম পালাতে গিয়ে হাপিয়ে পড়ে অসুস্থত হয়। অসুস্থ অবস্থায় হাসপাতালে রাতেই চিকিৎসাধীন অবস্থায় মারা যায় জুয়াড়ি রবিউল ইসলাম।এ ঘটনায় ভোর রাত মহেন্দ্রনগর মহাসড়কে বিক্ষুব্ধ জুয়াড়িদের আত্নীয়স্বজন ও গ্রামবাসী অবরোধ করে রাখে ও পুলিশ ভ্যান ভাংচুর করে। স্বজনদের দাবীর মুখে এসআই হালিমকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে।পরে পুলিশের উদ্বর্তন কর্মকর্তার হস্তক্ষেপে শুক্রবার ভোর রাতে সড়ক অবরোধ তুলে নেয়। মৃত রবিউল সদর উপজেলার হারাটির ইউপির চওড়াটারীর হিরামানিক গ্রামের দুলাল খানের পুত্র।

থানা পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বৃহস্পতি বার সদর উপজেলার হারাটি ইউপির চওড়াটারীর হিরামানিক গ্রামে বৈশাখ উপলক্ষ্যে হিন্দুধর্মাম্বলীরা নীলকন্ঠ পুজা বা চড়কের মেলা অনুষ্ঠিত হয়। সার্বজনীন এই চড়কের মেলায় রাতে জুয়াড়ি চক্র জুয়া খেলা বসায়। গ্রামবাসী জুয়া বন্ধে থানা পুলিশকে সহায়তা চায়। রাতে পুলিশের একটি টিম জুয়াড়ি ধরতে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়াড়িরা দিক বেদিক পালিয়ে যায়। আটক হয় দুই জয়াড়ি এরা হলো সদর উপজেলা হারাটি ইউপির ভোলার চওড়া গ্রামের দুলাল খানের ছেলে রবিউল ইসলাম ও একই গ্রামের রসনি বাবুর ছেলে পোল্লাদ মেকার(৪৫)। এই পুলিশে অভিযানে নেতৃত্ব দিয়েছে এসআই হালিমুল রহমান।
রাতে লালমনিরহাট সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত চিকিৎস ডাঃ সাহাদত হোসেন জানান, তাঁকে রাত ১১ টার দিকে পুলিশ নিয়ে আসে শ্বাসকষ্ট ছিল। প্রাথমিক চিকিৎসা দিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। রংপুরে নেয়ার প্রস্তুতির সময় রাত ১১.১৫ মিনিটি রবিউল ইসলাম মারা যায়।
লালমনিরহাট সদর হাসপাতাল অফিসার ইনচার্জ শাহ আলম জানান, জুয়াড়ি রবিউল ইসলাম কে পুলিশ ধাওয়া করে আটক করে। এসময় সে হাঁফাচ্ছিল। তাঁকে থানায় নিয়ে আসার আগে পথিমধ্যে অসুস্থবোধ করলে সরাসরি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম জানান, এই ঘটনায় পুলিশের একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। জেলায় সিন্দুরমতি মেলাসহ পহেলা বৈশাখে নানা স্থানে অবৈধ জুয়ার আসর বিগত দিনে বসত। এবছর জুয়া বন্ধে পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহন করেছে। ফলে এবছরই সম্পূর্ণ জুয়ামুক্ত সিন্দুরমতি মেলা অনুষ্ঠিত হয়। যাহা সার্বজনীন প্রশংসিত হয়েছে।