বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ০৭:০০ পূর্বাহ্ন
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

বাগেরহাটে গৃহবধুর লাশ উদ্ধার

পি কে অলোক
Update : শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২, ৪:১৬ অপরাহ্ন

ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়নের সৈয়দপুর গ্রামের সিমা বেগম (২২) নামের একজন গৃহবধুর লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে সৈয়দপুর গ্রামের
নিহত সিমা বেগমের স্বামী মোঃ রিয়াজ খান এর নিজ বাড়ী হতে তার লাশ উদ্ধার করা হয়। পরিবারের দাবী সে গলাই ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে, কিন্তু পিতা পক্ষের দাবী তাঁকে যৌতুকের দাবীতে পূর্বপরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। এ নিয়ে জনমনে নানা গুঞ্জনের সৃষ্টি হয়েছে।


স্থানীয় লোকজন জানান, ফকিরহাটের নলধা-মৌভোগ ইউনিয়নের মৌভোগ পশ্চিমপাড়া গ্রামের আকবার শিকদার এর কন্যা সিমা বেগমের সাথে সৈয়দপুর গ্রামের মিজানুর রহমান খান এর পুত্র রিয়াজ খান এর সাথে পারিবারিক ভাবে প্রায় সাড়ে ৩বছর পূর্বে বিবাহ হয়। বিবাহের পর কিছু দিন তাদের সংসার ভালভাবে চললেও কিছুদিন যেতে না যেতে স্বামী রিয়াজ খান এর আসল চেহারা ভেসে উঠে। স্বামী সময়ে-অসময়ে সিমা বেগমের পরিবারের কাছে যৌতুক দাবী করতো। এসময় কন্যার পিতা জামাতা রিয়াজকে কয়েক দফায় যৌতুক স্বরুপ বিপুল পরিমানে টাকা-পয়সা পদান করেন। এবং সর্বশেষ কন্যার পিতা আকবার শিকদার জামাতা রিয়াজ খান-কে প্রায় ২লক্ষ টাকা দিয়ে একটি ইজিবাইক ক্রয় করে দেন। এর পরও যৌতুকলোভী স্বামী রিয়াজ তার স্ত্রী সিমা বেগমকে অমানষিক নির্যাতন চালায়। ঘটনা দিন দুপুরে লোকচক্ষুর অন্তরালে সিমা বেগম নিজ বাড়ীর ফাঁনের হুকের সাথে ওড়না পেচানো অবস্থা দেখতে পাওয়া যায়। এ ঘটনাকে স্বামী পক্ষের লোকজন আত্মহত্যা বলে প্রচার চালালেও বাপের বাড়ির লোকজন এটাকে পূর্বপরিকল্পিত হত্যাকান্ড বলে অভিযোগ করেছেন। এ নিয়ে এলাকাবসির মধ্যে নানা গুঞ্জনের সৃষ্টি হয়েছে। সেকি আত্মহত্যা করেছে, নাকি তাকে হত্যার করা হয়েছে, তা নিয়ে জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে বাগেরহাট মর্গে প্রেরণ করেছেন। এ ব্যাপারে বাগেরহাট সদর মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) কে,এম আজিজুল হক এর সাথে আলাপ করা হলে তিনি বলেন মেডিকেল রির্পোট না আসা পর্যন্ত হত্যা না আত্মহত্যা তা বলা যাবেনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host