নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মায়িশা মমতাজ মিমকে চাপা দেয়া কাভার্ড ভ্যান চালকসহ দুজনকে আটক করেছে পুলিশ। চট্টগ্রাম থেকে তাদের আটক করা হয়।
পুলিশের গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম জানান, ঘটনার পর পুলিশ ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজ দেখে একটি কাভার্ড ভ্যানকে শনাক্ত করে। ভ্যানটি একটি ব্যাংকের নামে নিবন্ধিত। পরে গাড়িটি পরিচালনাকারী কোম্পানির সূত্র ধরে এর অবস্থান শনাক্ত করা হয়। রাত ১০টার দিকে চট্টগ্রাম থেকে গাড়িটির চালক সাইফুল ইসলাম ও গাড়িতে থাকা মালামালের (মালিকের) প্রতিনিধি মশিউর রহমানকে আটক করে পুলিশ। তাদের চট্টগ্রাম থেকে ঢাকায় আনা হচ্ছে জানিয়ে তিনি বলেন, গাড়িটিও জব্দ করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর কুড়িল ফ্লাইওভাবে গাড়ি চাপায় নিহত হন স্কুটি চালক ২২ বছরের মিম।
প্রত্যক্ষদর্শীদের বরাতে নিহতের স্বজনেরা জানিয়েছিলেন, একটি কাভার্ড ভ্যান মিমের স্কুটিকে চাপা দিয়ে পালিয়ে গেছে। ছুটির দিনের সকালে ক্যাম্পাসে এক অনুষ্ঠানে যোগ দিতে স্কুটি নিয়ে উত্তরার বাসা থেকে বের হয়েছিলেন নর্থ সাউথের ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের এ ছাত্রী।