রাজধানীর শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও কলেজ ছাত্রী সামিয়া আফরান প্রীতি হত্যাকাণ্ডের অন্যতম মাস্টারমাইন্ড এবং টিপুকে অনুসরণকারীসহ আরও চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব। তাদের রাজধানীর বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়। গত রাত ১২টায় র্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। তবে ওই পরিকল্পনাকারী বা বাকি তিনজনের নাম জানায়নি র্যাব। শনিবার সংবাদ সম্মেলন করে বিস্তারিত গণমাধ্যমের সামনে তুলে ধরা হবে।
এর আগে ওই হত্যাকাণ্ডের ঘটনায় শুটার মাসুম মোহাম্মদ আকাশ এবং আরফান উল্লাহ দামাল নামে দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার রাজধানীর কমলাপুর থেকে অস্ত্রসহ দামালকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার তাকে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত।
এর আগে ২৬ মার্চ রাতে বগুড়া থেকে আকাশকে এ মামলায় প্রথম গ্রেপ্তার করে ডিবি। ২৮ মার্চ তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।