ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাকডাঙ্গা এলাকায় অজ্ঞাত বাসের ধাক্কায় মো. ইলিয়াজ হোসেন (৫২) নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। তিনি ঝিনাইদাহ জেলা সদর উপজেলার কাশিমপুর গ্রামের মৃত ইজ্জত আলী ছেলে। নিহত পুলিশ সদস্য ফকিরহাট মডেল থানায় কর্মরত ছিলেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার সকাল ১১টার দিকে ফকিরহাট মডেল থানার পুলিশ সদস্য মো. ইলিয়াজ হোসেন মটর সাইকেল যোগে মোল্লাহাটের দিকে যাওয়ার পথে কাকডাঙ্গা এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী অজ্ঞাত বাসের সাথে ধাক্কা লাগে। এতে তিনি ঘটনা স্থলেই নিহত হন। খুলনাগামী বাসটি ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে ফকিরহাট মডেল থানা পুলিশ ও মোল্লাহাট হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে মহাসড়ক থেকে মৃতদেহ উদ্ধার করে। মডেল থানার ভারপ্রাপ্ত ওসি জানান, পুলিশ সদস্য ইলিয়াজ হোসেন সমন ডিউটিতে ছিলেন। তিনি আসামীদের বাড়ীতে সমন জারির উদ্দ্যেশে যাওয়ার পথে এই দুর্ঘটনার ঘটনা ঘটেছে।