বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ১০:৩৯ পূর্বাহ্ন
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

জনগণের প্রতি কৃতজ্ঞতা জানালেন প্রধানমন্ত্রী

Reporter Name
Update : রবিবার, ২৭ মার্চ, ২০২২, ৪:৪৯ অপরাহ্ন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জনগণ ভোট দিয়েছে বলেই স্বাধীনতার রজতজয়ন্তী ও সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন করতে পেরেছে সরকার। এ জন্য দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানালেন সরকারপ্রধান।

রোববার (২৭ মার্চ) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত জাতির পিতার জন্মশতবার্ষিকীর জাতীয় বাস্তবায়ন কমিটির সভায় তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতার জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালনের সুযোগ পেয়েছি; এর আগে স্বাধীনতার রজতজয়ন্তীও উদ্‌যাপন করার সুযোগ পেয়েছিলাম। এ জন্য বাংলাদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানাই। ভোট দিয়ে, নির্বাচন করে আমাকে সেবা করার সুযোগ দেওয়ায় এ সৌভাগ্য হয়েছে।

শেখ হাসিনা বলেন, আমাদের একটাই লক্ষ্য ছিল, বাংলাদেশে আবার চেতনা ফিরিয়ে আনব। স্বাধীনতার আদর্শে দেশকে গড়ে তুলব। ক্ষুধা, দারিদ্র্যমুক্ত ও অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশ গড়ে উঠবে, উন্নত, সমৃদ্ধ সোনার বাংলা হিসেবে।

এ সময় দেশের অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন বঙ্গবন্ধুকন্যা। বলেন, অপ্রতিরোধ্য অগ্রগতি ধরে রেখে বাংলাদেশ এগিয়ে যাবে। এটাই আমাদের আকাঙ্ক্ষা।

তিনি বলেন, জাতির পিতার স্বপ্ন ছিল ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলা। আমরা ২০২১ সালেই উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। ইনশাআল্লাহ বাংলাদেশ এগিয়ে যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host