বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ১০:৪০ পূর্বাহ্ন
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

জাল সনদে প্রায় এক যুগ চাকুরী,অবশেষে অব্যাহতি

 রয়েল আহমেদ,শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
Update : রবিবার, ২৭ মার্চ, ২০২২, ৪:৩৭ অপরাহ্ন

রয়েল আহমেদ,শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপার কাতলাগাড়ী মাধ্যমিক বিদ্যালয়ে ২০১১ সালে কম্পিউটার শিক্ষক হিসাবে যোগদান করেন রিক্তা পারভীনের। ২০১৩সালে স্বামীর যোগার করা জাল সনদে এমপিওভূক্তি। এমপিওভুক্তির পর স্বামীর সাথে সম্পর্কের অবনতি হওয়ায় এখন গলার কাঁটা হয়ে দাড়িয়েছে চাকুরী। বিভিন্ন মহলে ঘটনাটি জানাজানির পর এনটিআরসির পুনরায় সনদ যাচাইয়ে কাতলাগাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষক রিক্তা পারভীনের সনদটি জাল বলে প্রমানিত হয়।
রিক্তা পারভীন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার দক্ষিন ভবানীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদিনের স্ত্রী ও একই উপজেলার তেবাড়িয়া গ্রামের আক্তার হোসেনের কন্যা।
সনদ জালের ঘটনায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়েরের জন্য নির্দেশনা দেন এনটিআরসি কর্তৃপক্ষ। সে মোতাবেক ঝিনাইদহ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করেন স্কুলটির প্রধান শিক্ষক।


কাতলাগাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমান জানান, ২০১১সালের ২৪ জুলাই কম্পিউটার শিক্ষক হিসাবে নিয়োগ পান কুমারখালি উপজেলার তেবাড়িয়া গ্রামের আক্তার হোসেনের কন্যা রিক্তা পারভীন। সে সময় তিনি শিক্ষক নিবন্ধন পরীক্ষার একটি সনদ উপস্থাপন করেন। এ সনদ দিয়ে তিনি ২০১৩ সালে এমপিও ভূক্তি হন। তখন থেকেই তিনি সরকারী সুযোগ সুবিধা পেয়ে আসছেন। কিন্ত বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে এনটিআরসির পূনরায় সনদ যাচাইয়ে দেখা যায় রিক্তা পারভীনের সনদটি যথাযথ কর্তৃপক্ষের না। এরপর এনটিআরসি কর্তৃপক্ষ স্কুল কর্তৃপক্ষকে ঐ শিক্ষকের বিরুদ্ধে আদালতে মামলা দায়েরের জন্য নির্দেশনা দেন। সে মোতাবেক গত ১৪মার্চ ঝিনাইদহ জুডিশিয়াল ম্যাজিষ্টেট আদালতে একটি মামলা দায়ের করেন তিনি। তবে এ ঘটনার পর চাকুরী থেকে অব্যাহতি নিয়েছেন অভিযুক্ত শিক্ষক।
ভূয়া সনদে চাকুরী এ ঘটনায় রিক্তা পারভীন বলেন, তিনি শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিয়েছিলেন। এরপর তার স্বামী তার একটি সার্টিফিকেট এনে দেন। সেটা ভূয়া ছিল কিনা তা তিনি বলতে পারেন না। তবে বর্তমানে স্বামীর সাথে তার সম্পর্কের অবনতি বলে তিনি স্বীকার করেন।
ভূয়া সনদে চাকুরী নিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামীম আহমেদ খান বলেন তিনি সে সময়ে অন্য কর্মস্থলে চাকুরী করতেন এ কারনে বিষয়টি নিয়ে কোন মন্তব্য করতে রাজি হননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host